ফেনীতে গত চৌদ্দ মাসে ১৩৪টি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অভিযানে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ১৩ লাখ ৬২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার (১৪ মার্চ) সন্ধ্যায় এসব তথ্য জানান দপ্তরের প্রধান সহকারি পরিচালক সোহেল চাকমা।

জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তার অধিকার সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। অভিযান এবং ভোক্তার অধিকার প্রসঙ্গে তিনি বলেন, আইনটি ভোক্তার জন্যই করা হয়েছে। তবে একই ব্যক্তি সমাজে ভোক্তা, ক্রেতা এবং বিভিন্ন ভূমিকা পালন করে থাকেন। তাই স্বার্থ রক্ষায় ব্যক্তি নিজেকে সচেতন ভূমিকায় অবতীর্ণ করতে হবে।

সোহেল চাকমা জানান, ২০২০ সালের জানুয়ারি মাস হতে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অভিযানের বেশির ভাগ জরিমানা হয়েছে দোকানগুলোতে মূল্য তালিকা না থাকায়।
খাদ্যে ভেজাল প্রসঙ্গে তিনি বলেন, বেকারিগুলোতে সবচেয়ে বেশি সমস্যা পরিলক্ষিত হয়েছে। শহরের বিভিন্ন বেকারি ছাড়াও এ সমস্যা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বেকারিতে বেশি দেখা গেছে।