ফেনীতে আত্মপ্রকাশ করেছে নাট্যাচার্য ড. সেলিম আল দীন চর্চা কেন্দ্র। বুধবার (২৪ মার্চ) বিকালে জেলা পরিষদের জেলা পরিষদ ড. সেলিম আল দীন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে। এসময় এর লোগো উম্মোচন ও কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন। সংগঠনের কার্যক্রম উদ্বোধন করেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, নাট্য ব্যক্তিত্ব নারায়ণ নাথ, দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন।

বক্তব্যে সংগঠনের যেকোন প্রয়োজনে সবসময় সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব।

সাংবাদিক আবু তাহের বলেন, সেলিম আল দীন জাতীয় পর্যায় ছেড়ে আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছেন। সকলের সহযোগিতায় তার এ চর্চা কেন্দ্র টিকে থাকবে।

নাট্য ব্যক্তিত্ব নারায়ণ নাথ বলেন, আগামী প্রজন্মকে তার নাট্যকর্ম জানানোর জন্য একটি সংগঠন প্রয়োজন ছিলো। যা আজ আত্মপ্রকাশ করেছে।

সেলিম আল দীন চর্চা কেন্দ্রের সভাপতি এডভোকেট রাশেদ মাযহারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজীব সারওয়ার। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আসাদুজ্জামান দারা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু তাহের ভূঞা, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল আমিন রিজভী, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন, সেলিম আল দীন চর্চা কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এবিএম মাসুদ।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্য ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।