গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা দেশে আরও ৫,১৮১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আজ সোমবার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতর নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই সর্বোচ্চ শনাক্তের তথ্য দেয়া হয়েছে। এই সংক্রমণের হার ১৮.৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন। এই নিয়ে সর্বমোট মৃত্যু ৮,৯৪৯ জন।

গত বছরের মার্চের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

গত বছর দোসরা জুলাই সর্বোচ্চ ৪,০১৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়।

এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে হাজারের নিচে নেমে গিয়েছিল।