করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও সরকার নির্দেশিত বিধি নিষেধ বাস্তবায়নে ফেনীতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৫ এপ্রিল) শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের সহকারি কমিশনার আফরোজা আফসানা এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্বাস্থ্যবিধি বাস্তবায়নে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, মিজান, রোড, স্টেশন রোড ও বড় বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাস্ক না পরায় ও নিদের্শনা অমান্য করে দোকান খোলা রাখায় ১১ জনের মোট ১৭ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জনসাধারণকে বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে।

আফরোজা আফসানা জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত বিধিনিষেধ বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।