করোনার সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ কার্যকর করতে ছাগলনাইয়ায় তৎপর রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে জমদ্দার বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে টহল দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় সাত ব্যক্তির ১ হাজার একশ টাকা জরিমানা করেন তিনি।

অন্যদিকে, লকডাউন নিশ্চিত করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে সহকারি পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) আবদুল্লাহ আল মামুন লিয়ন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যদের বিভিন্ন স্থানে তৎপর থাকতে দেখা যায়। প্রয়োজন ছাড়া কেউ রাস্তা কিংবা বাজারে আসলেই তাদের বাসায় ফেরত পাঠায় পুলিশ। এছাড়াও বিনা কারণে মোটরসাইকেল কিংবা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পৌর শহরে আগমন করায় অসংখ্য মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।