ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজারে অভিযানে চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ রিয়াদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। আজ সোমবার (১৯ এপ্রিল) বিকালে বাজারের সামি ইলেক্ট্রনিক্স নামীয় দোকানের সামনে রাস্তা হতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।

র‌্যাব-৭ কর্মকর্তা জানান, মাদকদ্রব্য বেচাকেনার গোপন তথ্য পেয়ে বাজারে অভিযানে যায় র‌্যাবের একটি দল। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রিয়াদ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশী চালালে তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে ২৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। রিয়াদ কুমিল্লার চৌদ্দগ্রামের লক্ষীপুরের আবদুর রহিমের ছেলে।

জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে মাদক বেচাকেনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে রিয়াদ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।

মোঃ মাহফুজুর রহমান জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।