ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে অভিযান চালিয়ে বিদেশী রিভলবারসহ মোঃ সাফায়েত উল্লাহ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।

র‌্যাব কর্মকর্তা জানান, মাদক বেচাকেনার খবর পেয়ে রামপুরের অভিযান চালায় র‌্যাব-৭ এর একটি দল। অভিযানে মদিনা অটো মোবাইলস্ এর সামনের রাস্তায় হতে সাফায়েত উল্লাহকে গ্রেফতার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে তল্লাশী চালালে তার কোমরে গোঁজা অবস্থায় ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সাফায়েত ফেনী সদরের নৈরাজপুরের মো: ইউসুফের ছেলে।

সাফায়েত দীর্ঘদিন ধরে মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে বলে র‌্যাবকে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

মোঃ মাহফুজুর রহমান জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।