সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেশের নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ফোরামের ফেনী জেলার মিটআপ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে নারী উদ্যোক্তাদের এ সংগঠনটি।

উই এর জেলা সহ-প্রতিনিধি বাটিক রাণী সাবরিনা চৌধুরী দৈনিক ফেনীকে জানান, ফেনীর ছোট ছোট নারী উদ্যোক্তাদের মাঝে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এ মিট আপের মাধ্যমে ফেনীর নারীদের উদ্যোগগুলোও সবার কাছে পরিচিত হচ্ছে।

উই এর জেলা কো-অর্ডিনেটর নিগার সুলতানা জানান, মিটআপ অনুষ্ঠানে ৫০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছে।

অনুষ্ঠানে উই এর জেলা কো-অর্ডিনেটর নিগার সুলতানা, মডারেটর সুমাইয়া বিনতে ইসলাম পুনম, জেলা সহ-প্রতিনিধি সাবরিনা চৌধুরী, সায়মা জাহিদ নীতি, কাজী ফারজানা আক্তার, রোকসানা আক্তারসহ জেলার নারী উদ্যােক্তারা অংশ নেন।