ফেনী জেলায় গত ২৪ ঘণ্টায় ৩০৮ জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ। আজ সোমবার (২৮ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। যার মধ্যে রয়েছেন ৭জন বিদেশগামী যাত্রী।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ১০৯ জনের মধ্যে ফেনী সদর উপজেলার ৬১, দাগনভূঞার ১১, সোনাগাজীর ১২, ছাগলনাইয়ার ১১, পরশুরামের ১১ ও ফুলগাজীর ৩ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন রফিক উস সালেহীন বলেন, এ পর্যন্ত ফেনী জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৪৩। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৪১ জন। মারা গেছেন ৬৮ জন। জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৯০৫ জনের। নুমনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার প্রায় ১৮.১৬ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ জানায়, শনাক্তকৃতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৯ জন রোগী। আর হোম আইসোলেশনে রয়েছেন ৫০৩ রোগী।

গত বছরের ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক যুবক কোভিডে আক্রান্ত হন।