বুধবার (৩০ জুন) রাতে টানা বৃষ্টিতে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চারপাশে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। হাঁটু জলে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনসহ প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী পরিবার পরিজন ।

জলাবদ্ধতা নিরসনে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে নিজ উদ্যোগে ড্রেন নির্মাণ করলেও টানা বৃষ্টির পানিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।

তবে এ জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে ইউএনও জানান, উপজেলা পরিষদ নিচু জায়গায় রয়েছে এবং পৌর কর্তৃপক্ষের সেন্ট্রাল ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবে স্থাপন করতে না পারার কারণে বৃষ্টি হলে উপজেলা পরিষদে জলাবদ্ধতার সৃষ্টি হয়। 

বৃষ্টির পানিতে বন্দী হয়ে নিজের দুর্ভোগের কথা জানাতে গিয়ে বলে ইউএনও বলেন, যেখানে পানিবন্দী মানুষের জন্য আমার ত্রাণ নিয়ে যাবার কথা, সেখানে আমি নিজেই পানি বন্দী হয়ে পড়েছি।

একইভাবে বৃষ্টির পানিতে বন্দী হয়ে পড়েছে উপজেলা প্রশাসনে কর্মরত অন্তত ত্রিশ পরিবার। বাসা থেকে বের হতে না পারায় চরম ভোগান্তিতে রয়েছেন বলে জানান তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ জানান, গত রাতের বৃষ্টির পানিতে বন্দী হয়ে চরম ভোগান্তিতে পড়েছি ।