করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কলেজের প্রবেশদ্বারে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছে ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদ (ফেকসু) ও ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ।

আজ সোমবার (৫জুলাই) ফেনী পৌরসভা প্রাঙ্গনে ফিতা কেটে বুথের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী।

বুথ স্থাপন প্রসঙ্গে ফেকসুর ভিপি ও কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু বলেন, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদেরকে করোনা ভাইরাস সংক্রমণ হতে মুক্ত রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, কলেজে প্রবেশপথে এটি বসানো হবে যাতে ক্যাম্পাসে প্রবেশ করার আগে আগতরা মাস্ক পরা ও হাত জীবাণুমুক্ত করতে পারে।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি নূর করিম জাবেদ, ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের এজিএস আশিক হায়দার রাজন হাজারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নোমান হাবীব, ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত চৌধুরী দোলা, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু ইসলাম হাজারীসহ দলীয় নেতাকর্মীরা।