ছাগলনাইয়ায় ৩৩৩ নাম্বারে ফোন করলেই সহায়তা পাচ্ছে অসহায় ও হতদরিদ্ররা। গত ১ জুলাই থেকে সরকার নির্দেশিত কঠোর বিধিনিষেধ পরিস্থিতিতে ছাগলনাইয়া উপজেলার কর্মহীন হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে যে কেউ হট লাইনে (৩৩৩ নম্বরে) ফোন করলে খাদ্য সহায়তা দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের। এছাড়াও যদি কেউ সরাসরি যোগাযোগ করলেও তাদেরকেও খাদ্য সহায়তা প্রদান করার হচ্ছে।

এ প্রসঙ্গে ইউএন জানান, সরাসরি যোগাযোগ করলে কিংবা ৩৩৩ নাম্বারে ফোন করলে যাচাই-বাছাই করে সহায়তা প্রদান করা হচ্ছে। ইউএনও আরও জানান, চলমান বিধিনিষেধে সংকটে পড়লে তাদের সহায়তা করতে প্রস্তুত রয়েছে প্রশাসন। তবে সরকারের বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গতকাল সোমবার উপজেলার মহামায়া ইউনিয়নের পানি বন্দী ৫০ পরিবারের মাঝে এবং আজ মঙ্গলবার (৬ জুলাই) মহামায়া গুচ্ছ গ্রামের ৩০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছি। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম।