ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের নুরপুরের প্রতিবন্ধী সাহেরা খাতুনের মাথা গোঁজার ঠাঁই মিলেছে। ঘরটি সরকারি খাত এবং ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার নিজস্ব অর্থায়নে তৈরি করে দেয়া হয়েছে।

গতকাল সোমবার (৫ জুলাই) বিকালে টিন দিয়ে নির্মিত ঘরটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম জানান, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে দুই বান টিন ও নগদ ৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। যদিও নগদ অর্থের চেক এখনো হস্তান্তর করা হয়নি।

উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম জানান, ঘরটি নির্মাণের ফলে বৃদ্ধার আশ্রয়স্থলের নিশ্চয়তা হলো। তিনি জানান, দুই চালের ঘরটি নির্মাণে সাত বান টিন ব্যবহার করা হয়েছে।