করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনে ছাগলনাইয়ায় ২৬ জনের ৬ হাজার ৩শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৬ জুলাই) বিকালে উপজেলার বিভিন্ন হাট-বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকার নির্দেশিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আজ উপজেলার চাঁদগাজী বাজার, মির্জার বাজার, হিছাছড়া এবং মহামায়া ইউনিয়ন ও রাধানগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্দিষ্ট সময়ের পর দোকান বন্ধ না করা, মাস্ক পরিধান না করা ও অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়ায় জন্যে দন্ডবিধির বিভিন্ন ধারায় ২৬ জনকে জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযানে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয় এবং জনসাধারণকে সচেতন করা হয়। একই সাথে মহামায়া গুচ্ছগ্রামের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে উপজেলা প্রশাসন এর পক্ষ হতে প্রদত্ত সহায়তা বিতরণ করা হয়।

অভিযানে আইন শৃঙ্খলা-বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।