বৈশ্বিক মহামারি করোনা প্রাদুর্ভাবে ৩৩৩ তে কল করে খাদ্য সহায়তা পাচ্ছেন ফেনীর ফুলগাজী উপজেলায় দুস্থ মানুষ।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, করোনা প্রাদুর্ভাবের শুরু হতে এ পর্যন্ত প্রায় ৪০জন উক্ত নম্বরে ফোন করে সহায়তা নিয়েছেন। 

আজ বুধবার (৭ জুলাই ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩৩৩ তে ফোন করেছেন এমন ১৫ জনকে সরকারের খাদ্য সহায়তা প্রদানের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম। বিতরণকালে সহকারি কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন কান্তা উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, লজ্জায় মানুষের কাজে সহায়তা চাইতে পারছেন না এমন মানুষও সেবা নিয়েছেন। চলমান কঠোর বিধিনিষেধে আর্থিক কষ্টে থাকা যে কেউ সরকারের এ সেবা গ্রহণ করতে পারেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানায়, উক্ত ১৫ জন ছাড়া আজ আরও ৪০জন বিভিন্ন শ্রেণি পেশার দুস্থ অসহায়ের প্রতিজনকে ১০ কেজি চাল, ডাল, তেল আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।