সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ফেনীতে কঠোর বিধিনিষেধের প্রথম ১০ দিনে (১-১০ জুলাই) ৩ হাজার ৫৯২ জন ব্যক্তিকে ৮ লাখ ৩৫ হাজার ৯১০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ফেনী জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র এ তথ্য নিশ্চিত করে।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দশ দিনে ১৪৫টি ভ্রাম্যমাণ আদালত জেলা জুড়ে অভিযান পরিচালনা করেছে।

মিডিয়া সেল সূত্র জানায়, বিধিনিষেধ আরোপের দশম দিনে গতকাল ফেনীতে ২০৩ জনকে ৫৫ হাজার ৭শ টাকা জমিমানা করা হয়েছে। এছাড়া প্রথম দিনে ৯৯ জনকে ৪৫ হাজার ৫৫০ টাকা, দ্বিতীয় দিনে ৩২৩ জনকে ৮৭ হাজার ২০ টাকা, তৃতীয় দিনে ফেনীতে ৪১৬ জনকে ৯৫ হাজার ৫০ টাকা, চতুর্থ দিনে ফেনীতে ৩৫১ জনকে ১ লাখ ৪৮০ টাকা, পঞ্চম দিনে ৩৯৯ জনকে ৯৩ হাজার ৮৫০ টাকা, ষষ্ঠ দিনে ৩৪২ জনের ৮২ হাজার ৭৬০ টাকা, সপ্তম দিনে ৩৪৬ জনকে ১ লাখ ৩ হাজার ২০ টাকা, অষ্টম দিনে ২৯৬ জনকে ৯৭ হাজার ১৫০ টাকা এবং নবম দিনে ২১২ জনকে ৬৩ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।