ছাগলনাইয়ায় করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ রবিবার (১১ জুলাই) চলমান বিধিনিষেধের ১১তম দিনেও ছাগলনাইয়ায় একই দৃশ্য দেখা গেছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) সোহেল পারভেজের নেতৃত্বে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্ট ও মির্জা বাজার এবং মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে এএসপি সোহেল পারভেজ সকলকে সরকার কর্তৃক ঘোষিত বিধি নিষেধ মেনে চলার জন্য উদ্বুদ্ধ করেন এবং জরুরী প্রয়োজনে বাইরে যেতে হলে মাস্ক পরিধানের জন্য গুরুত্বারোপ করেন। অন্যদিকে চলমান বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এসময় আরও উপস্থিত ছিলেন বিজিবি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)এর উপ অধিনায়ন মেজর সেলিমুদ্দোজা, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ রফিক আহমেদ, সেকেন্ড অফিসার মোহাম্মদ মুনিরুল ইসলাম সহ বিজিবি ও পুলিশ সদস্যরা।