পরশুরামের নিজ কালিকাপুরে মুহুরী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ভারতে প্রবেশকালে মালামালসহ ৬জনকে আটক করেছে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সদস্যরা। আজ বুধবার ( ৪ আগস্ট) সকালে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে: কর্ণেল আবদুর রহিম সরকার। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২টি কাঠের নৌকা, ৫টি ষ্টীলের নৌকা, ৭টি ইঞ্জিন জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য ১০লাখ ৮০ হাজার টাকা।

ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক জানান, মজুমদারহাট বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ ফজলুর রহমান নেতৃত্বে নিজকালিকাপুর বিওপি’র ১০ জন সদস্যের একটি বিশেষ টহল অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে। তারা হল ভোলার চরফ্যাশনের আমিনাবাদের মোঃ রফিক ফরাজীর ছেলে মোঃ আলাউদ্দিন (৩৫), একই এলাকার দক্ষিণচর মঙ্গল গ্রামের মো: হাশেম সরদারের ছেলে মো: ফারুক হোসেন (৩৪), নেত্রকোণার হাজিগঞ্জের দেওপুর গ্রামের মো: জনাব আলী, পরশুরামের দক্ষিণ কাউতলী গ্রামের মৃত আলী আকবরের ছেলে আব্দুল মালেক (৩৭) ও একই এলাকার বাউরখুমা গ্রামের মৃত হোনা মিয়ার ছেলে মোঃ শাহবুদ্দিন (৩৫)।

আটককৃতদের পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে: কর্ণেল আবদুর রহিম সরকার।