ফেনী জেলা প্রশাসক মো: আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনের বাতিঘর ছিলেন শেখ কামাল। তিনি যেভাবে ক্রীড়ার সাথে সক্রিয় ছিলেন সেভাবে আমরা সক্রিয় থাকতে পারলে ক্রীড়া ক্ষেত্রে আমাদের দেশ আরও এগিয়ে যেত।

আজ শুক্রবার (৬ আগস্ট) সকালে শহরের সালাউদ্দিন মোড়ে অবস্থিত খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি।

ক্রীড়াঙ্গনে শেখ কামালের অবদানের কথা উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, শেখ কামালের হাত ধরে এ দেশে অনেক ক্রীড়াবিদ তৈরী হয়েছে, অনেক ক্রীড়া সংগঠক তৈরী হয়েছে। আবাহনীর মতো ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। আবু সেলিম মাহমুদ-উল হাসান আরও বলেন, ক্রীড়ার সাথে যুব সমাজ যুক্ত থাকতে পারলে মাদক থেকে দূরে থাকবে তারা, সমাজ সুন্দর থাকবে।

জেলা ব্যাডমিন্টন উপকমিটির আহবায়ক শুসেন চন্দ্রশীলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইং প্রু মারমা।

জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রাব্বানী, সদস্য সাইফুর রহমান সাইফু, হারুনুর রশিদ মজুমদার, দীপক চন্দ্র নাথ, বাহার উদ্দিন বাহার প্রমূখ।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে। আজ বিকালে এর সমাপনী অনুষ্ঠিত হবে।