ফেনীতে একদিনে আরও ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্তের সংখ্যা ৮ হাজার ৭৮০ জন। একই সময়ের ব্যবধানে এ সংক্রমণে আরও একজনের মৃত্যু ঘটেছে। এ পর্যন্ত জেলায় করোনা সংক্রমণে ১১২ ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৯ আগস্ট) দুপুরে এসব তথ্য জানায় ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান শাখা। সূত্রটি জানায়, ৭৩১ নমুনা পরীক্ষা অনুপাতে গড় শনাক্তের হার ২৪ দশমিক ২১ শতাংশ।

স্বাস্থ্য বিভাগের একই সূত্র জানায়, নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ৯২ জন, দাগনভূঞায় ২৩ জন, সোনাগাজীতে ১১ জন, ছাগলনাইয়ায় ২৮ জন, পরশুরামে ১৩ জন এবং ফুলগাজীতে ১০ জন রয়েছে।

একই সূত্র জানায়, আজ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ফেনীতে ৩৫ হাজার ৫৫২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল পর্যন্ত ফেনীতে টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৭৮ হাজার ৯৩২ জন।