ফেনী সুলতানপুরে গরু ব্যবসায়ী শাহজালাল হত্যা মামালর আসামী আশরাফুল ইসলাম রাজুর দুই দফা রিমান্ড শেষে কারাগারে। মামলা তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানায় ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মনির হোসেন দ্বিতীয় দফা দুই দিনের রিমান্ড শেষে আদালতে রাজুকে হাজির করে। তদন্তকারী কর্মকর্তা কোন রিমান্ডে না করায় আদালত রাজুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৩ সেপ্টেম্বর রাতে পশুরাম সীমান্তবর্তী এলাকা উত্তর বাউকুমার তালুকপাড়া থেকে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মনির হোসেন ১৪ সেপ্টেম্বর রাজুকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে হাজির করে ৭ দিন রিমান্ড আবেদন করে। শুনানির শেষ আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছে। আদালতের পরিদর্শক গোলাম জিলানী জানান, মামলা তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদন করায় আদালত রাজুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দু দাফে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।মামালা তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ মনির হোসেন জানান,রাজুকে বিলনীয়া সীমান্তবর্তী এলাকায় তালুকপাড়ায় মামা ইসমাঈল হোসাইন মুন্নার ঘর থেকে ১৩ সেপ্টেম্বর রাজুকে গ্রেফতার করে। বিরিঞ্চি ইসমাঈল হোসেন দুলাল ও মামালার আসামী কালামের ভাতিজা।এই মামালায় সাগর,নাহিয়ান,ও রাজুসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । ১৫ জুলায় রাতে চাঁদা না দেয়ায় সুলতানপুরে গরু ব্যবসায়ী শাহজালাল হত্যা করে লাশ পাশবর্তী পুকুরে ডুবিয়ে রাখে।খবর পেয়ে পুলিশ ঘটস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।নিহত শাহজালালের চাচাতো ভাই আল আমিন বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনায় সাহজালালের চাচাতো ভাই আলামিন বাদি হয় ফেনি মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।