বিভাগ ইস্যুতে ফেনীবাসীর দাবি প্রসঙ্গে সাংসদ নিজাম উদ্দিন হাজারী বলেন, চট্টগ্রাম বিভাগের সাথে থাকার দাবি ন্যায্য দাবি, আমিও এর সাথে একমত পোষণ করি।
ফেনীর উন্নয়নে এবং নৈতিক বিষয়ে আমি আপনাদের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে ফেনী পৌরসভা সম্মেলন কক্ষে আমরা ফেনীবাসী সংগঠনের সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

সভায় চট্টগ্রাম বিভাগের সাথে থাকার দাবি আদায়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তব্যকালে এমপি নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রধানমন্ত্রী একজন মানবিক রাষ্ট্রনায়ক। ফেনীবাসীর দাবি তিনি সদয় বিবেচনা করবেন বলে বিশ্বাস করি।

সভায় দাবি আদায়ে কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সারা জেলায় একযোগে এক লাখ লিফলেট বিতরণ ও ব্যানার ফেস্টুন প্রদর্শণ, আসন্ন ঢাকাস্থ ফেনী সমিতির নির্বাচনে ভোটারদের মাঝে লিফলেট বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়। পর্যায়ক্রমে মহাসড়কে মানববন্ধনের বিষয়ও আলোচিত হয়।

উল্লেখ্য, সম্প্রতি মেঘনা নামে নতুন বিভাগ গঠনের পরিকল্পনা ও তাতে ফেনীকে অন্তর্ভুক্ত করার খবর ফেনীর নাগরিক সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ প্রেক্ষিতে উক্ত দাবি আদায়ে নাগরিক সমাজের অংশগ্রহণে আমরা ফেনীবাসী নামে সংগঠন গড়ে তোলা হয়।

সভায় সঞ্চালনা করেন সদস্য সচিব পারভেজুল ইসলাম হাজারী, সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আবু তাহের।