১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আওতায় ফেনীতে গণমিছিল করেছে বিএনপি। আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে শহরের তাকিয়া রোড থেকে একটি মিছিল বড় মসজিদ হয়ে প্রেসক্লাব সংলগ্নে এসে পুলিশি বাঁধার মুখে বড়বাজারে প্রবেশ করে।

এর আগে জেলা বিএনপির শীর্ষ নেতারা গণমিছিলটি ফেনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার ঘোষণা দিলেও মাত্র ২০০ গজ সামনে এসে পুলিশি বাধায় মিছিলের গতিপথ পরিবর্তন করতে দেখা গেছে।

বিক্ষোভ শেষে দলীয় কার্যালয় সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি। বক্তব্যে তিনি বলেন, কঠিন ও কঠোর আন্দোলনের মাধ্যমে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশের আপামর জনসাধারণ সামিল হচ্ছে। আগামীর আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অংশ নেয়ার আহবান জানান ভিপি জয়নাল।

গণমিছিলে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমেদ মজুমদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাউদ্দিন আলাল যুগ্ম আহবায়ক আলাউদ্দিন গঠন, গাজী হাবিব উল্লাহ মানিক, ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি বেলাল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার, সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল, সাধারণ এসএম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

বিএনপির কর্মসূচিকে ঘিরে দুপুরের পর থেকেই শহরের বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।