৮ ডিসেম্বর ২০১৯ ।। নিজস্ব প্রতিবেদক ।।


ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, তৃণমূলের সিদ্ধান্তে মনোনয়ন পাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীরা। তাদেরকে তৃণমূলের সাথে সম্পর্ক রেখে আস্থা অর্জন করতে হবে। আজ রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি আরও বলেন, জেলা হতে নমিনেশন দিলে তারা দায়িত্বে অবহেলা করতে পারে। তাই ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের দলীয় মনোনয়ন দেয়া হবে।


জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, মাঠে কাজ করুন, কর্মীদের মনের মত হোন। তবেই মিলবে কর্মীদের ভোট এবং চেয়ারম্যান পদের নমিনেশন। এসময় তিনি আরও বলেন, যারা সামনে ইউপি চেয়ারম্যান হবেন তারা জেলার নেতাদের দিকে তাকিয়ে লাভ নেই, তাকিয়ে থাকতে হবে ইউনিয়ন নেতাকর্মীদের দিকে। তাদের সিদ্ধান্তেই মনোনয়ন মিলবে।