২৮ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নবগঠিত কমিটি। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের প্রধান হিসেবে নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোজাফফর হোসেন পল্টু, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ মন্ত্রিপরিষদের সদস্যগণ ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

গত ২০-২১ ডিসেম্বর দুই দিনব্যাপী আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের মাধ্যমে দলের ৪২ সদস্যের কমিটি ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা। গত ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভায় ৮১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সাত জনের নাম বাকি রেখে কমিটির অন্যদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।