৫ জানুয়ারী ২০২০ ।। নিজস্ব প্রতিবেদক।।

ফেনী জেলার প্রাথমিক শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ ও উন্নয়ন সংক্রান্ত সভা জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ জানুয়ারী) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।


সভায় সরকারের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত তিন বছর মেয়াদী অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, মুক্তিযুদ্ধ বিষয়ক কর্ণার, মিড ডে মিল, কাব স্কাউট, মার্টিমিডিয়া ক্লাসরুম, পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি বিষয় আলোচিত হয়।


বঙ্গবন্ধু কর্ণার স্থাপন প্রসঙ্গে জেলা প্রশাসক জেলায় বাস্তবায়নের অগ্রগতি জানতে চান। এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম জানান, জেলার ৫৫৮টি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফেনীর ৬ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৫৮টি।


সভায় বিগত সভার কার্যবিবরণী পেশ করা হয়। কার্যবিবরণীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, ফেনীতে ৫৫৪টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু রয়েছে এবং ল্যাপটপ রয়েছে। তিনি জানান, জেলায় আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১০৯২জন।


এতে জানা যায়, ফুলগাজীতে ৫টি ও পরশুরাম উপজেলায় ১টি বিদ্যালয়ে মিড ডে মিল চালু রয়েছে। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বর্তমানে কয়টি বিদ্যালয়ে তা চালু রয়েছে জানাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। একই সময় কাব স্কাউটে জেলায় কতজন শিক্ষার্থী রয়েছে তা জানাতে শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।


প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থী সংখ্যা পূর্বের তুলনায় কম উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ফেনীতে শিক্ষকের তুলনায় শিক্ষার্থী অনেক কমে গেছে। ফাজিলপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাক-প্রাথমিকসহ ১২০ জন শিক্ষার্থীর জন্য ৬ জন শিক্ষক রয়েছে।


জেলা প্রশাসক এসময় শিক্ষকদের পাঠদানে আরও মনযোগী হওয়ার নির্দেশ দেন।


সরকারের শতভাগ ধুমপানমুক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঘোষণার বাস্তবায়নে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, জেলার ৫৫৮টি বিদ্যালয়ে ধুমপানমুক্ত সাইনবোর্ড লাগানো হয়েছে।


সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মীর রাশেদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন, পিটিআইয়ের সহকারি সুপারিনটেনডেন্ট রওশন আক্তার জাহান, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।