কর্তৃপক্ষের অনুমোদন নেই, নেই আবেদনও। তবুও বাখরাবাদের এক কালো তালিকাভূক্ত ঠিকাদার গ্যাস সংযোগ দিচ্ছিলেন ফেনী সদরের পাঁচগাছিয়ার মাথিয়ারার এক ব্যক্তির বাড়িতে। এ খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণসহ ১ হাজার ফুট গ্যাস পাইপ লাইন জব্দ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী ফেনীর কর্মকর্তারা।


মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) দুপুরে পাঁচগাছিয়ার মাথিয়ারা এলাকার তোফাজ্জল হোসেন মসজিদের পেছনে মাওলানা মুফতী মোহাম্মদ আলীর বাড়িতে এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন ফেনীর ব্যবস্থাপক মোঃ শাহাব উদ্দিন জানান, আমরা খবর পেয়েছিলাম অবৈধ গ্যাস লাইন সংযোগ দেয়া হচ্ছে। তাৎক্ষণিক আমরা অভিযানে চালিয়ে এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে গ্যাস পাইপ লাইন জব্দ করি। তিনি বলেন, আরিফুল ইসলাম নামের এক ঠিকাদার এ অবৈধ সংযোগ প্রদান করছিলেন। তার এসব কার্যকলাপে আমরা অনেক আগেই আরিফুলকে কালো তালিকাভুক্ত করেছি।


বাখরাবাদ ফেনীর প্রকৌশলী কামরুল হাসান বলেন, এ ধরনের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগের কারণে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।


অবৈধ গ্যাস সংযোগের ব্যাপারে গ্রাহক মাওলানা মুফতী মোহাম্মদ আলী বলেন, আজাদ এন্টারপ্রাইজের ঠিকাদার আরিফুল ইসলাম আমাদের সংযোগটির ব্যবস্থা করে দিচ্ছিলেন।