মোহাম্মদ সফিউল হকের কবিতা সময়ের মত সাবলীল। তার লেখার ধরণ আকর্ষণীয়। ঐতিহ্যচেতনা, প্রেম কিংবা সত্যানুষঙ্গ তার কাব্যে স্বাতন্ত্রে দীপ্রমান। তিনি লেখেন স্রোতল নদীর মত ঢেউ টংকারে। নিমগ্নতা, অবচেতনভাব, নস্টালজিয়া, স্বদেশের প্রতি ভালবাসা, ভাঙন, অবক্ষয়সহ নানা বিষয় নিয়ে তিনি ফেসবুকে নিয়মিত লিখে যাচ্ছেন আত্মমগ্ন কথামালা সিরিজ। সেই অণু কবিতাগুলোর মলাটবদ্ধরুপ এই কাব্যগ্রন্থটি। এই কবিতাগুলোতে রয়েছে দার্শনিকভাব, বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা। কবিতাগুলো ভাবায়, বোধে ছোঁয়ায় সোনার কাঠি আর হৃদয়কে কেন্দ্র করে গড়ে তোলে মোহময় স্বাপ্নিকের গেরস্থালি।


২০২০ একুশে বইমেলায় বইটি প্রকাশ হয়েছে ‘ভাটিয়াল প্রকাশন’ থেকে। প্রচ্ছদ করেছেন শিল্পী কাব্য কারিম। দাম রাখা হয়েছে ১৭৫ টাকা। বইটি একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানের লিটলম্যাগ চত্বরের ভাটিয়াল স্টল নাম্বার ২৭, এবং ফেনী একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে।