দেয়ালবন্দি ভয়। এটি একটি কবিতার বই হলেও আমরা জানি, কবি আরিফুল ইসলাম টিপুর কাছে এটি মোটেও একটি ‘বই’য়ে সীমাবদ্ধ থাকেনি। দেয়ালবন্দি ভয়’কে তিনি মনে করেন তার একটি শক্তিশালী সৃষ্টিকর্ম। তা না হলে তিনি তার কবিতার ভান্ডারকে এতটা আধুনিক আর প্রতিবাদের ভাষায় তার পাঠককে উপহার দিতেন না। হ্যাঁ, ঠিক এভাবেই শ্রম আর মেধা খরচ করে কবি আরিফুল ইসলাম টিপু এই বইটিতে যুক্ত করেছেন তার কবিতাগুলো।

বর্তমান সময় মানুষের ব্যস্ততার কারণে অনেক কিছুই পিছিয়ে যায়। না সৃষ্টি না আনন্দ। নিজ ছায়ায় বসে কবি আরিফুল ইসলাম টিপু নিজেকে চেনাতে দারুণ ভ‚মিকা রেখেছেন তার লেখার মাধ্যমে। তার ক্ষমতা আরো বেশি পাঠক টের পাবে বলে মনে করছি, যখন দেয়ালবন্দি ভয়’র সব ক’টি কবিতা পড়বে। কবি আরিফুল ইসলাম টিপুর সকল পাঠক দেয়ালবন্দি ভয় কাব্যগ্রন্থটি ভালোভাবে গ্রহণ করুক।

২০২০ একুশে বইমেলায় বইটি প্রকাশ হয়েছে ‘ভাটিয়াল প্রকাশন’ থেকে। প্রচ্ছদ করেছেন শিল্পী সজীব দেবনাথ। দাম রাখা হয়েছে ১৩০ টাকা। বইটি একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানের লিটলম্যাগ চত্বরের ভাটিয়াল স্টল নাম্বার ২৭, এবং ফেনী একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে।