মুজিব জন্মশত বর্ষ উপলক্ষ্যে আয়োজিত প্রাইম ব্যাংক বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জয়ের ধারা অব্যাহত রেখেছে মুন্সির হাটের আলী আজ্জম স্কুল এন্ড কলেজের ক্রিকেট দল। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আয়োজিত এ গ্রুপ পর্যায়ের ম্যাচে বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়কে ২০ রানে হারিয়ে বিজয়ী হয় আলী আজ্জম স্কুল এন্ড কলেজ। এর আগে ৬ ফেব্রুয়ারি ছাগলনাইয়া পাইলটকে ১০৩ রানের বিশাল ব্যবধানে হারায় তারা।

সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আলী আজ্জম স্কুল এন্ড কলেজ। বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে তেমন সুবিধা করতে পারেনি ব্যাটসম্যানরা। ৩২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে নাদিল হোসেন ২৭ বলে সর্বোচ্চ ১৫ রান করে। বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বোলার ইমরান হোসেন ৪ ওভার বল করে ১৩ রানে ৪ উইকেট লাভ করে।

জবাবে ১১১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যাটসম্যানরা। আলী আজ্জম উচ্চ বিদ্যালয়ের বোলার কাওসার ইসলাম ও নাদিল হোসেনের দুর্দান্ত বোলিংয়ের মুখে ২১.১ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯০ রানের গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সাজ্জাদ হোসেন ৩৯ বলে সর্বোচ্চ ২০ রান করে। আলী আজ্জমের বোলার কাওসার ৫.১ ওভার বল করে ২২ রানে ৩ উইকেট ও নাদিল ৬ ওভার বল করে ৩২ রানে ৩ উইকেট লাভ করে।

ম্যাচে অলরাউন্ডিং নৈপুণ্যের জন্য আলী আজ্জম স্কুলের ক্রিকেটার নাদিলকে ম্যাচ সেরা ঘোষণা দেয়া হয়।

ম্যাচ পরিচালনা করেন আবদুল আহাদ ও শাহাদাত হোসেন আবির। স্কোরিং করেন ইমরুল কায়েস, বোর্ডে ছিলেন রাশেদুল হাসান রুশদী।