ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর আয়োজনে শুরু হয়েছে মাহবুব উল হক পেয়ারা স্মৃতি একাডেমী কাপ-২০২০। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ওয়াহিদুজজামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খোন্দকার নুরুন্নবী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।


ক্যাফ সভাপতি ইমন উল হকের সভাপতিত্বে ও টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম অপুর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য জহির উদ্দিন মাহমুদ মুকুট, আশরাফুল আনোয়ার শিমুল, নুরুল আবছার কবির শাহজাদা, গ্র্যান্ড হক টাওয়ারের পরিচালক মুশফিকুল হক মাসুম, সামী উল হক শাহীন, ক্যাফ সহ -সভাপতি মোস্তফা জামাল, যুগ্ম সম্পাদক মতিউর রহমান সোহেল প্রমুখ।

উদ্বোধন শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে পরিচিত হন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানসহ অতিথিরা।


টি টুয়েন্টি পদ্ধতিতে অনুষ্ঠিত উদ্বোধনী দিনের প্রথম খেলায় রিয়েল টাইম ক্রিকেট একাডেমী ফেনী ক্রিকেট ইন্সটিটিউটকে ৫ উইকেটে পরাজিত করে। ফেনী ক্রিকেট ইন্সটিটিউটের অলরাউন্ডার মোঃ সাব্বির ৮৮ রান ও বোলিংয়ে ৩ উইকেট পেয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়।


দিনের অপর ম্যাচে রাইজিং ব্রাদার্স ক্রিকেট একাডেমীতে ৫ উইকেটে হারিয়ে জয় লাভ করে রৌশনাবাদ ক্রিকেট একাডেমী। রৌশনাবাদের খেলোয়াড় এমদাদুল হক সায়েম দলের পক্ষে ৪৮ বলে ৫৮ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।


খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও কুইজ বিজয়ী দর্শককে পুরস্কার প্রদান করা হয়।


১৪-১৯ বয়স ভিত্তিক এ টুর্নামেন্টে ফেনীর ৮টি ক্রিকেট ক্লাব অংশ নিচ্ছে।