কমিশনার জয়নাল আবেদীন স্মৃতি ফেনী সরকারি কলেজ ক্রিকেট লীগের ৩য় দিনের খেলায় জয় পেয়েছে ব্যবস্থাপনা, গণিত ও প্রাণীবিদ্যা বিভাগ।


আজ রবিবার (১ মার্চ) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে উদ্ভিদবিজ্ঞানকে ৪১ রানের ব্যবধানে হারায় ব্যবস্থাপনা বিভাগ। টসে জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটের হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ১৩৬ রান সংগ্রহ করে ব্যবস্থাপনা বিভাগ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান রবি। জয়ের লক্ষ্যে ১৩৭ রানের টার্গেটে খেলত নেমে ১০ ওভারে ৬ উইকেটে ৯৫ রানের বেশি করতে পারেনি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ব্যাটসম্যানরা। অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের জন্য ব্যবস্থাপনা বিভাগের ব্যাটসম্যান আবিদুর রহমান রবিকে ম্যাচ সেরা নির্বাচিত করা হয়।


২য় ম্যাচে ইতিহাস বিভাগকে ৬ উইকেটে হারায় গণিত বিভাগ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ইতিহাস বিভাগ। নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে ব্যাটসম্যান নোবেল সর্বোচ্চ ২৩ রান করেন। গনিত বিভাগের বোলার আসিফ ৩ উইকেট লাভ করে। জয়ের লক্ষ্যে ৮৮ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে কিছুটা চাপে পড়ে গণিত বিভাগ। কিন্তু সেই চাপ সামলে নেয় দলের ব্যাটসম্যান নাজমুল। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১ ওভার বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গনিত বিভাগ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ম্যাচ জেতানো নাজমুল।


দিনের ৩য় ম্যাচে রসায়ন বিভাগকে ৪৮ রানে হারায় প্রাণিবিদ্যা বিভাগ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে প্রাণিবিদ্যা বিভাগ। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত থাকেন দলের ব্যাটসম্যান তাউসিফ। রসায়ন বিভাগের পক্ষে বোলার সম্রাট ৩ উইকেট নেন। জয়ের লক্ষ্যে ১১৮ রানের টার্গেটে খেলতে নেমে সুবিধা করতে পারেনি রসায়ন বিভাগ। নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৯ রানে থেমে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন শাকিল। প্রাণিবিদ্যা বিভাগের বোলার ইউসুফ সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।


ম্যাচগুলো উপভোগ করেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক দীনেশচন্দ্র পাল, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিব প্রসাদ গুপ্ত, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ইউনুস হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আক্তার হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক জহির উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।


এসময় উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহম্মদ তপু, জিএস রবিউল হক রবিন, এজিএস আশিক হায়দার রাজন হাজারীসহ ছাত্র সংসদের নেতৃবৃন্দ।