কৃষিজমির টপ সয়েল কাটায় সোনাগাজীতে মোহাম্মদ বাবর নামে এক স্ক্যাভেটর চালককে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে চরচান্দিয়া ইউনিয়নের সাহেবঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোহাম্মদ বাবর নামের স্ক্যাভেটর চালককে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।