ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও এখনো উদঘাটিত হয়নি ফেনী শহরের রাজাঝির দিঘি থেকে উদ্ধার করা গাজীপুরের শুক্কুর আলীর (৪৫) মৃত্যুর রহস্য। এটি কি হত্যাকান্ড না মৃত্যুর পেছনে অন্য কোন কারণ রয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম দৈনিক ফেনীকে জানান, ঘটনার কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা অব্যহত রেখেছে।
এর আগে গত ৯ ডিসেম্বর রাত ৯টার দিকে মডেল থানার সামনে রাজাঝির দিঘির পশ্চিম পাশ থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় শুক্কুর আলী নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্কুর আলী গাজীপুরের হারুন আলীর ছেলে। ফেনীতে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। এর পরদিন ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আবু কাউছার নিপু নামে দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক ব্যক্তি দিঘিতে ডুবন্ত শুক্কুর আলীর মরদেহ প্রথমে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
