বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত সমীত দাসের পরিবারের পাশে থাকবে বিএনপি। যারা এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সমীত দাসের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।

মিন্টু বলেন, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব যেন প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। আমি সমীরের পরিবারকে কথা দিচ্ছি কখনো তাদের ভুলব না। সামনে নির্বাচন, এরপরে আমি পরিবারটিকে যত প্রকার সহযোগিতা করা সম্ভব করব। এখানে হিন্দু-মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না।

এ সময় অন্যদের মধ্যে দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমদ ডিপলু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হারিছ আহমদ পেয়ারসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত সোমবার (১২ জানুয়ারি) রাতে দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর এলাকার বজু মুহুরী বাড়ির পাশে পাকা রাস্তা সংলগ্ন একটি নিচু জমি থেকে স্বজনরা সমীতের রক্তাক্ত লাশ উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দাগনভূঞা থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত সমীত দাস মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের ফাজিলের ঘাট জেলে বাড়ির কার্তিক দাস ও রিনা রাণী দাসের ছেলে। সমীতের ১০ মাসের একমাত্র পুত্র সন্তান রয়েছে।

বিচার দাবিতে ঐক্য পরিষদের আল্টিমেটাম
দাগনভূঞায় দুর্বৃত্তদের হাতে নিহত সমীর দাসের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছে ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামে নিহত সমীর দাসের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানায় পরিষদের নেতৃবৃন্দ। এসময় তারা সমীর দাসের পরিবারকে সমবেদনা জানান এবং তাদের হাতে সহযোগিতা তুলে দেন।

সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা ও ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন। এসময় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা যুব ঐক্য পরিষদ, দাগনভূঞা উপজেলা ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিটন সাহা, সহ-সভাপতি মাস্টার গৌরি শংকর নাথ, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহদেব দাস, ফেনী জয়কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন কুমার দাস, জেলা ঐক্য পরিষদের সহ-অর্থ সম্পাদক মুকুল রায়, নোয়াখালী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সূত্রধর, লক্ষ্মীপুর জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জুটন কুরী, ফেনী জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ সাহা, দাগনভূঞা উপজেলা ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক, সদস্য সচিব আশীষ দত্ত, পৌর কমিটির আহ্বায়ক রমেশ মজুমদার, সদস্য সচিব দিলিপ দাস, সদস্য অধ্যাপক অজয় দেবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ এ সময় বলেন, অবিলম্বে সমীর দাস হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।