ফেনীতে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্য নিশ্চিতে তিন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের শহিদ শহিদুল্লা কায়সার সড়কের নকশি রোকেয়া টাওয়ারের গ্লোরি ডায়গনস্টিক সেন্টার, আল বারাকা হাসপাতাল ও মেডিস্ক্যান হাসপাতাল পরিদর্শন করেন তারা। এসময় প্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় বিভিন্ন ত্রুটি চিহ্নিত করে তা সংশোধনে সময়সীমা বেঁধে সতর্ক করেছে স্বাস্থ্যবিভাগ।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, ফেনীতে নতুন প্রতিষ্ঠিত গ্লোরি ডায়গনস্টিক সেন্টারের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। এছাড়া বাকী দুটি প্রতিষ্ঠানে রোগীদের মানসম্মত সেবা, প্যাথলজি ও অস্ত্রোপচার কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব সংশোধনে প্রতিষ্ঠানগুলোকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরমধ্যে সংশোধন করা না হলেও তাদের লাইনেন্স বাতিল করা হবে। 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল অভিযানে অংশ নেন ফেনী জেনারেল হাসাপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুল্লাহ আব্বাসী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন, ডা. আমির খসরু, এমটি ল্যাব মাইনউদ্দিন।  

গাইডলাইন অনুসারে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাবতীয় ডকুমেন্টস, ল্যাবের যন্ত্রপাতির মান ও কার্যকারিতা এবং ল্যাবের পরিবেশ বজায় আছে কিনা তা পরিদর্শন টিম সরেজমিনে যাচাই করে দেখেন।

সিভিল সার্জন জানান, ফেনীর জনগণের সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতে জেলা স্বাস্থ্যবিভাগ সবসময় সচেষ্ট আছে।