বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম বৌদ্ধ সকল সম্প্রদায়ের মানুষের বসবাস। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব সবার। আমরা প্রতিবারের ন্যায় এবারও আপনাদের আনন্দের সামিল হতে এসেছি। আমরা জানি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কুচক্রীমহল কোন না কোন স্বার্থ জড়িত থাকায় বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করার চেষ্টা করে। কিন্তু মিরসরাইতে কোন সময় এই ধরনের ঘটনা ঘটেনি। আমি বলবো আপনারা প্রতি বছরের ন্যায় এবারও নির্দ্বিধায় আপনাদের এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করবেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল আমিন।
নুরুল আমিন বলেন, শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে বিভিন্নজন বিভিন্ন অপপ্রচার করে থাকে, যাতে বিভ্রান্ত করে মানুষকে। মিরসরাইতে প্রশাসন যেমন কঠিনভাবে আপনাদের পূজা উদযাপন সুন্দরভাবে করা যায় তার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করেছে। ঠিক একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা পূজা শুরুর আগে থেকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি। এইসময় মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সদস্য সুজাউল হক, আনোয়ারুল হক, মফিজ উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. নাসির উদ্দীন, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউর রহমান চৌধুরী তপন, মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন, মিঠানালা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এডভোকেট শাখাওয়াত হোসেন চৌধুরী মানিক, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল হাসান, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা মৎসজীবি দলের শ্রমিক সাধারণ সম্পাদক আহসানুল আনোয়ার চৌধুরী মুন্না , মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, আইইউসি ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, যুবদল নেতা তারিফুল ইসলাম, ফখরুল ইসলাম, মামুনুর রশিদ, সালাউদ্দিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
