রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির দাবিতে মিরসরাইয়ে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা ও মিরসরাই উপজেলার আয়োজনে একটি গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি মুফতি মুহিউদ্দীন আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের নামে প্রচলিত আইনে মামলা হবে। অতএব, জুলাই আন্দোলনের ফলে যে সরকার, যে দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের কারণে তাদের নেত্রীকে জেলখানা থেকে মুক্তি দিয়েছে, তারা কোন যুক্তিতে জুলাই সনের আইনি ভিত্তির বিরোধিতা করে—আমরা তা বুঝি না। আমাদের দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এটি একটি বড় রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তাদের গ্রুপিং ও লবিংয়ের কারণে আর কোনো মায়ের বুক খালি হবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাইয়ের জয়েন্ট সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) বিভাগের আলহাজ্ব জান্নাতুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) বিভাগের মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব ফেরদৌস আহমদ চৌধুরী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ দিদারুল মাওলা ও মিরসরাই উপজেলার জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম পশ্চিম জেলা ও মিরসরাই উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে চট্টগ্রামের তিন আসনের মনোনীত পদপ্রার্থীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।