কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের পর চারজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এটা মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে বাসে একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।