দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংগঠন স্টার্টআপ এসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব)–এর সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম। একই সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আশরাফুল ইসলাম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুর রশিদ সোহাগ, ড. নাসির উদ্দীন, ইবনুল কায়েস আরিয়ান, আবদুল্লাহ মোহাম্মদ হাসান,   

আনিসুল ইসলাম সুমন ও মোশারফ হোসাইন।

এছাড়াও পরিচালক (অর্থ ও প্রকাশনা) হিসেবে এস এম আল মাহমুদ, পরিচালক (গবেষণা ও উদ্ভাবন) ওমর ফারুক, পরিচালক (তথ্যপ্রযুক্তি) এম এম আল আমিন, পরিচালক (আন্তর্জাতিক) আবদুল্লাহ আল জাফরী, পরিচালক (বিনিয়োগ) সৈয়দ মো. আবদুল্লাহ আল রাসেল, পরিচালক (পলিসি ও প্রশাসন) জাবের বিন ওবায়েদ উল্লাহ চৌধুরী, পরিচালক (মিডিয়া ও প্রচার) মো. মেহেদী কাউসার এবং পরিচালক (দপ্তর ও মেম্বারশিপ) হিসেবে ফাহিম আহমেদ মন্ডল দায়িত্ব গ্রহণ করেছেন।

নবগঠিত এই কমিটির নেতৃত্বে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে সভায় সদস্যরা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, ২০২৩ সালের ১৩ মে প্রতিষ্ঠিত স্টার্টআপ এসোসিয়েশন অব বাংলাদেশের (স্যাব) প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সাইদুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল রাব্বি এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন। 

সভাপতি সাইদুল ইসলাম বলেন, স্টার্টআপ এসোসিয়েশনের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। আগামী দিনে আমরা তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, নীতি সহায়তা জোরদার, বিনিয়োগ সংযোগ এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে কাজ করবো।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, এসএমই ও স্টার্টআপের টেকসই বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে স্টার্টআপ এসোসিয়েশন সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।

উল্লেখ্য, স্টার্টআপ এসোসিয়েশন দেশের স্টার্টআপ উদ্যোক্তাদের একটি প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে ২০২৩ সাল থেকে কাজ করছে, যার লক্ষ্য উদ্ভাবন, উদ্যোক্তা সংস্কৃতি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা।