বাজারে কিছুটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কয়েকজন ক্রেতা, কিন্তু সেখানে কেউ করছে না দরদাম। আবার দরকষাকষিতে বিক্রেতারও নেই তৎপরতা। এখানে সব পণ্যের দামই মাত্র এক টাকা। চাল, ডাল, তেল, পেঁয়াজের মতো নানা দ্রব্যাদিসহ মুখে হাসি নিয়ে ফিরছেন ক্রেতারা। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তারা।
আজ বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ফেনী শহরের মুক্তবাজার এলাকায় এমন চিত্র দেখা গেছে। জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফেনী জেলা যুবদলের পক্ষ থেকে এই এক টাকার বাজারের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা যুবদলের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় তৃতীয় দিনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এক টাকার বাজার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এতে এক টাকায় বিনিময়ে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার তেল, বিস্কুটসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।
রাশেদা আক্তার নামে এক ক্রেতা বলেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এখানে এক টাকা দিয়ে কয়েক ধরনের জিনিসপত্র পেয়েছি। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের জন্য এটি অনেক ভালো উদ্যোগ। অন্তত ৬০০ টাকার বেশি পণ্যদ্রব্য এক টাকায় পেয়েছি।
নুরুল ইসলাম নামে আরেকজন বলেন, ব্যাগভর্তি বাজার করতে অন্তত দেড় হাজার টাকা লাগে, যা আমাদের মতো গরিব মানুষের পক্ষে সম্ভব না। এক টাকা দিয়ে যেসব জিনিসপত্র পেয়েছি অন্তত এক সপ্তাহ চলে যাবে।
জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্ল্যাহ চৌধুরী বরাত বলেন, আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে ৫০০ মানুষকে এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা করেছি। এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনৈতিক গণ্ডি পেরিয়ে আমরা মানবিক কর্মকাণ্ডে বেশি গুরুত্ব দিয়েছি। আমরা মানুষের ভালোবাসা নিয়ে সকলের পাশে থাকতে চাই।
এ ব্যাপারে জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনকল্যাণমুখী কাজ করতে বলেছেন। তারই প্রেক্ষিতে এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার, সুবিধাবঞ্চিত মানুষের জন্য এক টাকার বাজার ও শ্রমজীবী মানুষের জন্য রান্না করা খাদ্য বিতরণ করা হচ্ছে। এসব আয়োজনের মধ্য দিয়ে বাস্তবসম্মতভাবে আমরা মানুষের পাশে থাকতে চাই।
এ সময় ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্ল্যাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, জেলা যুবদলের সদস্য বেলাল হোসেন, ইসরাফিল মাসুদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
