আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ও ফেনী-৩ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুই নেতা। গতকাল শনিবার (৮ নভেম্বর) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তারা মনোনয়নপত্র নেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফরমের ন্যূনতম মূল্য ১০ হাজার টাকা, জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য দুই হাজার টাকা। এতে ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জোবায়ের ও ফেনী-৩ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন আরেক সদস্য জাহিদুল ইসলাম সৈকত। 

মনোনয়ন নেওয়ার পর এহসানুল মাহবুব জোবায়ের দৈনিক ফেনীকে বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন সংগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে । সেদিক থেকে বগুড়ার আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার একটি প্রাথমিক কথা হয়েছে। আশাকরি দল আমাকে মনোনয়ন দেবেন। 

মনোনয়ন নেওয়ার পর জাহিদুল ইসলাম সৈকত বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মানে জাতীয় নাগরিক পার্টি তরুণদের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করে যাচ্ছে।দাগনভূঞা ও সোনাগাজী এ দুইটি উপজেলার জনগণ ইতোপূর্বে জনপ্রতিনিধি হিসেবে যাদেরকে পেয়েছেন, তারা কখনোই জনগণের পাশে ছিলেন না। নিজেদের বিলাসবহুল বাড়ি-গাড়ি করে অধিকাংশ সময় ফেনীর বাইরে অবস্থান করেছেন। আমি তরুণদের প্রতিনিধিত্ব করি, তরুণদের আকাঙ্খা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এ আসনের উন্নয়ন ও তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।

এর আগে গত মঙ্গলবার (৪ নভেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে এনসিপির পক্ষ থেকে কোন প্রার্থী ঘোষণা করবে না বলে গণমাধ্যমকে জানিয়েছিল দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন পাটওয়ারী।

এ ব্যাপারে জানতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।