আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম–ফুলগাজী–ছাগলনাইয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও দলটির জেলা সংগঠক মো. ওমর ফারুক। গতকাল বুধবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে থেকে এ ফরম সংগ্রহ করেন তিনি।
জানা গেছে, একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস. এম. কামাল উদ্দিন।
মনোনয়ন সংগ্রহ প্রসঙ্গে ওমর ফারুক বলেন, দেশের সিস্টেম পরিবর্তন ও চলমান সংস্কার কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আমি ফেনী-১ আসন থেকে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করেছি।
বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন সংগ্রহের বিষয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে তিনটি আসনে মনোনয়ন দেওয়া হলেও বিশেষত বগুড়া-৭ আসনে তিনি নির্বাচন করবেন বলে জানা গেছে। বাকি দুটি আসনে তার নামকে সামনে রেখে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, যেন ফেনী-১ ও দিনাজপুর-৩ আসন বিএনপির হাতছাড়া না হয়। বগুড়া-৭ আসনটি আপোষহীন নেত্রী বেগম জিয়ার সম্মানার্থে এনসিপি ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানতে পেরেছি। আশা করি, দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।
ওমর ফারুক বর্তমানে ফেনী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত। তিনি ২০১৯ সালে ফুলগাজী শ্রীপুর ইস্কান্দারিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল এবং ২০২১ সালে ঢাকা তেজগাঁও কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এছাড়া তিনি ফুলগাজী আশ্রাফিয়া মাদ্রাসা এবং ফেনী রশিদিয়া মাদ্রাসা থেকে হাফেজ হন। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
