আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর প্রচারণায় নেমেছে দলীয় নেতাকর্মীরা। বুধবার (২৬ নভেম্বর) দলের ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকীর নেতৃত্বে ফেনী পৌরসভার সদর হাসপাতাল মোড়ে গণসংযোগ করেন তারা।
এ সময় নেতৃবৃন্দ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারণ ভোটারদের কাছে মজিবুর রহমান মঞ্জুর সালাম ও আগামী নির্বাচনে ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
আফলাতুন বাকি উপস্থিত সাংবাদিকদের জানান, আগামী নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। পাশাপাশি মজিবুর রহমান মঞ্জুকে ফেনী-২ আসনে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ ভোটাররা।
তিনি আরো বলেন, গত ১৬ বছরে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি। আওয়ামী লীগ তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ভারী করার জন্য সব সময় উঠেপড়ে লেগেছিল। এজন্য সাধারণ মানুষ এখন নির্বাচনমুখী হয়ে আছে।
জনসংযোগে এবি পার্টি ফেনী জেলার যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, নজরুল ইসলাম কামরুল, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, সমাজ কল্যাণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুব পার্টির সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
