ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমোদনে গঠিত এ কমিটিতে সভাপতি হয়েছেন নোমানুল হক নোমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহেদ হাসান রনি।

শনিবার(১৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।


ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান ভুঁইয়া। সহ-সভাপতি পদে রয়েছেন— ওমর শরীফ সাগর, নাজমুন নাহার, শাখাওয়াত হোসেন রিজভী, নেওয়াজ উদ্দিন শাকিন, ইমাম উদ্দিন তুষার, হাসানুজ্জামান, নিজাম উদ্দিন, জিয়া উদ্দিন, ওমর ফারুক, নাসির উদ্দিন সোহাগ, সাগর চন্দ্র ঘোষ, জাবেদুল ইসলাম রাহাত, জাহিদুল ইসলাম আরাফাত, ইমাম হোসেন মামুন, ফাহাদ পাটোয়ারী, ওমর সিদ্দিক ও গাজী ফয়েজ আহমেদ শিপন।

কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান আরাবী। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন সামিউল আহসান, মোস্তাক উদ্দিন, মো. রিফাত, রাকিব হোসেন, ওমর ফারুক বিজয়, সাইমুন হোসেন ভুঁইয়া, মেহেরাব হোসেন সনেট, সাজ্জাদ আলম, মাহতাব উদ্দিন রাহিম, নূর হোসেন শাহীন ও ফয়সাল মাহমুদ পারভেজ,এহসানুল করীম,মেহেনাজ ভূঁইয়া সাজ্জাদ,গাজী কায়োকাবাদ নিশান,জিয়া উদ্দিন পলাশ,মাহফুজ আহম্মেদ ফাহিম, মাঈন উদ্দিন ও মশিউর রশিদ তমাল।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আছেন—মাহের আমিরুল হক, মতিউত রহমান আশিক, আব্দুল মাজেদ, আনসার উদ্দিন বাবুল, আবির ইসলাম, মনিরুল ইসলাম, এ এইচ রায়হান, কাইফ হাসান, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মাহির, তামিম উল হক সিফাত, মো. আমিনুল ইসলাম, শাকিব আহমেদ চৌধুরী (সিফাত) ও আব্দুল মতিন শামীম।
দপ্তর সম্পাদক হয়েছেন সালাউদ্দিন (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।
সহ দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন সাফায়েত হোসেন সাজন ও তামজিদ হোসেন মজুমদার।প্রচার সম্পাদক পদে সাদিবুল হাসান রিহান,সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল জাবের।সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুল ইসলাম,
ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান। শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জাহেদুল হাসান জিহাদ,ছাত্রী বিষয়ক  সম্পাদক চুমকি আক্তার,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফাহিম মোস্তাসির আবির।

সদস্য হিসেবে রয়েছেন— নাহিদ হোসেন নাবিদ, তাইফুল হক, তারেক আজিজ, শাখাওয়াত হোসেন সাবিদ,ইসরাফিল জাহান নাফিজ,মোজাম্মেল হোসেন মেহেরাজ, ফয়সাল হোসেন অপু, মোহাম্মদ আকরাম হোসেন, আলী আহসান ফাহিম,মিরাজ হোসেইন,মাহমুদ উদ্দিন,সাজেদুল হক তাহসিন,নাহিয়ান আল করিম,খালেদ মাহমুদ তাজিম,রবিউল হক ও ইমাম হাসান রকি।


নব নির্বাচিত কমিটির সভাপতি নোমানুল হক নোমান বলেন, দীর্ঘদিন জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত থেকে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। দল আমাকে মূল্যায়ন করেছে, আমি আধুনিক ছাত্র রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। পাশাপাশি আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় অর্জনে ভূমিকা রাখতে চাই।