বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক দিদারুল আলম।

এক বিবৃতিতে তারা বলেন, “দেশের প্রধানমন্ত্রী হয়ে ফেনীর উন্নয়ন, অগ্রগতি ও মর্যাদা বৃদ্ধিতে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান রয়েছে। দেশের গণতন্ত্র উত্তরণে তার অনমনীয় ভুমিকায় তিনি আপোষহীন নেত্রী খ্যাতি পান।”

এ সময় তারা তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তারা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।