নতুন কমিটির সদস্যদের নিয়ে ফেনীতে জাতীয় যুবশক্তির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মিজান রোডস্থ ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টে জাতীয় যুবশক্তি ফেনী জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
কমিটির আহবায়ক পারভেজ আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা শাখার আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত।
জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফাহিম মুনতাসীরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা শাখার সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব, সিনিয়র যুগ্ম আহবায়ক এড. আব্দুল্লাহ আল মনসুর ও জুলাই গণঅঅভ্যুত্থান সম্পাদক আবু সাঈদ অনি। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মুখপাত্র মাহি উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম সৈকত বলেন, ‘আমরা একটা নির্বাচনী জোট করেছি। আমাদের জোটটা কোন আদর্শিক জোট নয়। আমাদের এটা নির্বাচনী সমঝোতা। আমাদের এখন প্রধান উদ্দেশ্য হলো গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা। জুলাই যেন হারিয়ে না যায়,সংস্কার যেন হয় এবং তারুণ্য যে বাংলাদেশ চায় সে বাংলাদেশের জন্য আমাদের গণভোটে ’হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে। ‘হ্যাঁ’ জয়যুক্ত করা মানে জুলাইয়ের বিজয়,‘হ্যাঁ’জয়যুক্ত করা মানে জুলাইয়ের শহীদরা বিজয় হওয়া।’
