ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের নাগরিকদের ভোটকেন্দ্রে আসতে এবং গণভোট বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সকালে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে এসব কথা বলেন জেলা প্রশাসক মনিরা হক ও পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।
জেলা প্রশাসক মনিরা হক বলেন, দেশের নাগরিকদের কাছে গণভোটের একটি বড় সুযোগ এসেছে। রাষ্ট্র পরিচালনার জন্য জনগণ মতামত দেবে। ইমামরা সমাজের নেতা, তাদের কথা মানুষ মান্য করে। গণভোটে চারটি প্রশ্ন রয়েছে, এর তাৎপর্য মানুষের কাছে তুলে ধরতে হবে। নাগরিকরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে আসে, সে বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে। শতভাগ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, ইমামরা কথা বললে মানুষ শোনে। প্রশাসনের অন্যতম মুখপাত্র ইমাম-মুয়াজ্জিনরা। ভোটের দিন ভোটাররা নিরাপদ, এই বার্তা পৌঁছে দিতে হবে। নির্বাচনে গণভোটের বিষয়টি সবাইকে জানাতে হবে। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. নাজমুস সাকিব বলেন, গণভোটে করণীয় বিষয়ে অবহিত করার জন্যই এ আয়োজন। ইমাম-মুয়াজ্জিনরা মসজিদে খুতবার সময় এ বিষয়ে মানুষকে অবগত করবেন। সাধারণ মানুষের জন্য গণভোট একটি নতুন বিষয়। বিষয়গুলো বুঝিয়ে বললে মানুষ রাষ্ট্র পরিবর্তনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ দেবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা এস.এম আল আমিন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মীর মো. ইকবাল হোসেন এবং শর্শদি দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার।
ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. মাসুদ রানার সঞ্চালনায় এতে ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।
