ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে বছর না পেরোতে ফের বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থান ভেঙে পানি ঢুকে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বের হন ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার। তবে বন্যার্ত এলাকায় না গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেই আবার শহরে ফিরে আসেন। 
 
সরেজমিনে দেখা যায়, ফেনীর উত্তরে বন্যাকবলিত তিন উপজেলার মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একইস্থানে বারবার ভাঙন, মেরামত কাজে অনিয়ম-দুর্নীতি ও বাঁধ ভাঙার তিন দিন পরেও দুর্গত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। বৃহস্পতিবার বিকেলে দুর্গত এলাকা পরিদর্শনে বের হন ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার। পথিমধ্যে ফুলগাজীর হাসানপুর এলাকার প্রবেশমুখে সড়কে পানি দেখে সেখানেই থামেন তিনি। একপর্যায়ে গাড়ি থেকে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আবারও ফেনীর উদ্দেশ্যে রওনা হন পাউবোর এ ঊর্ধ্বতন কর্মকর্তা। 
 
ফুলগাজীর হাসানপুর এলাকার বাসিন্দা শাওন চৌধুরী বলেন, বাঁধের ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আমাদের সড়কে পানি থাকলেও হাঁটাচলা ও গাড়ি নিয়ে আসা-যাওয়া করতে পারছে মানুষ। কিন্তু বন্যাদুর্গত এলাকায় এসে পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা পানিতেই নামেনি। বিপরীতে তাদেরই দায়সারা কাজ ও অনিয়মের কারণে হাজারো মানুষ প্রতিবছর পানিতে ডুবে অবর্ণনীয় কষ্ট করছে। 
 
মুন্সিরহাট এলাকার বাসিন্দা মো. রিদোয়ান বলেন, ভাঙনের তিন দিন পার হলেও পানি উন্নয়ন বোর্ডের কোনো লোকজনকে সরেজমিনে দেখিনি। আজ শুনেছি এ দপ্তরের জেলার শীর্ষ কর্মকর্তা রওনা দিয়েও আবার পানি দেখে ফিরে গেছেন। দায়িত্বশীল জায়গা থেকে এমন কাণ্ডে আর কিছু বলার থাকেনা।
 
এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, মানুষ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মাঠে দেখা যায় না বলে যে অভিযোগ করছেন তা সঠিক নয়। আমাদের কর্মকর্তারা বন্যাকবলিত এলাকায় ছিল। আজও তারা ছাগলনাইয়া সড়কে যাওয়ার চেষ্টা করে পানির স্রোতের কারণে ব্যর্থ হন। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঁধের ভাঙন অংশে মেরামত কাজ শুরু হবে।