বন্যার পানিতে প্লাবিত ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্তত পাঁচজন সাপের দংশনে আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু-কিশোর এবং তিনজন যুবক। আশঙ্কাজনক পরিস্থিতিতে চিকিৎসা নিতে হয়েছে ফেনী সদর হাসপাতালে। এছাড়া পরশুরামে সাপের দংশনে একজন গৃহবধু মারা গেছে।
সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে। সেখানে বন্যায় জলমগ্ন আঙিনায় খেলতে গিয়ে ১০ বছর বয়সী মারিয়া আক্তার সাপে দংশনের শিকার হয়। গত ৯ জুলাই (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা বলছেন, বন্যার কারণে ঘরের ভেতর ও আশপাশে এখন প্রায়ই সাপ দেখা যাচ্ছে। বাড়িতে পানি ওঠায় সাপ আশ্রয়ের জন্য ঘরেই ঢুকে পড়ছে, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া জানান, “বন্যার পানিতে বসতভিটা প্লাবিত হওয়ায় সাপের আনাগোনা বেড়েছে। এখন পর্যন্ত ৫ জন সাপের দংশনের শিকার হয়েছেন, যাদের মধ্যে ১০ ও ১২ বছরের দুটি শিশু-কিশোর এবং তিনজন ২০-২৪ বছর বয়সী তরুণ রয়েছেন। সৌভাগ্যবশত, এদের দংশন বিষমুক্ত ছিল এবং প্রাথমিক চিকিৎসার পর সবাই সুস্থ আছেন।”